বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় রাত ৮টায় ক্রিকেটারদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি সরাসরি লাহোরে যাবে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় পাকিস্তান পৌঁছাবে টাইগাররা।
১৫ সদস্যের ক্রিকেটারদের স্কোয়াডের সাথে রয়েছে আট সদস্যের সাপোর্ট টিম।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪, ২৫ এবং ২৭ জানুয়ারি টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মো. মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।
সাপোর্ট স্টাফ: সাব্বির খান শাফিন (টিম ম্যানেজার), রাসেল ডমিঙ্গো (প্রধান কোচ), ওটিস গিবসন (বোলিং কোচ), সোহেল ইসলাম (ফিল্ডিং কোচ), জুলিয়ান ক্যালেফাতো (ফিজিওথেরাপিস্ট), তুষার কান্তি (ট্রেইনার), রাবীদ ইমাম (মিডিয়া ম্যানেজার) এবং মোহাম্মাদ সোহেল (মেছিয়ার)।